রবিবার, ১২ জানুয়ারী ২০২৫, ০১:৪২ অপরাহ্ন
অনলাইন ডেস্ক:
বাবুগঞ্জে কমিউনিটি ক্লিনিকের এক স্বাস্থ্য সহকারীর বিরুদ্ধে নিয়মিত অফিস না করা,সময় মত অফিসে না আশা, ক্লিনিকে আগত রোগীদের সাথে অসৌজন্যমূলক আচরণ করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় বাবুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা অভিযুক্ত স্বাস্থ্য সহকারীকে প্রাথমিক ভাবে সতর্ক করে দিয়েছেন।
খোঁজ নিয়ে জানাগেছে, বাবুগঞ্জ উপজেলার মাধবপাশা ইউনিয়নের হাদিবাঁশকাঠি কমিউনিটি ক্লিনিকের স্বাস্থ্য সহকারী অনুপ কুমার শীল ক্লিনিকে যোগদানের পর থেকে সরকারি নিয়মনীতি তোয়াক্কা না করে নিজের ইচ্ছামত অফিসে আসেন। এ ব্যাপারে স্থানীয় ভুক্তভোগীরা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে অবহিত করেন। অভিযোগ পেয়ে সোমবার সকাল ১১ টায় বাবুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মোঃ মনিরুজ্জামান শাহীন উপজেলার মাধবপাশা ইউনিয়নের হাদিবাঁশকাঠী কমিউনিটি ক্লিনিক পরির্দশনে গিয়ে ঘটনার সত্যতা খুঁজে পান। এ ঘটনায় স্বাস্থ্য সহকারী অনুপ কুমার শীলকে প্রাথমিকভাবে সর্তক করেন।
এ বিষয়ে অভিযুক্ত স্বাস্থ্য সহকারী অনুপ কুমার শীল তার বিরুদ্ধে আনীত অভিযোগ স্বীকার করেন বলেন ব্যক্তিগত সমস্যার কারণে অফিসে আসতে তার কিছুটা বিলন্ব হয়। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মোঃ মনিরুজ্জান শাহীন বলেন তার বিরুদ্ধে আনীত অভিযোগের সত্যতা পেয়েছি। এ কারণে প্রাথমিকভাবে ভাবে তাকে সতর্ক করা হয়েছে। পর্রবতীতে স্বাস্থ্য সহকারি অনুপ কুমার এর বিরুদ্ধে এমন অভিযোগ পেলে বিভাগীয় ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।
Leave a Reply