সোমবার, ২০ জানুয়ারী ২০২৫, ০৮:০২ পূর্বাহ্ন
মো. সুজন মোল্লা,বানারীপাড়া॥ একজন সামান্য হোটেল বয় মোনেম। দৈনিক ২ শত টাকার বেতন দিয়ে নিজের চলা। সংসারে দেয়া। আবার সেই টাকা দিয়ে কিছুটা জমিয়ে একটি সখ বা স্বপ্ন পূরণ করা অনেক কষ্টের। মোনেম হোটেল বয়ের কাজ করার সময় দেখতো হোটেলে অনেক কাষ্টমারের হাতে বড় বড় মোবাইল সেট।
অনেক সময় কৌতহলি হয়ে মোনেম সেই এ্যানড্রোয়েট সেট নাড়াচাড়া করে দেখতো। সেই সময় থেকে মনে বাসনা হয় এরকম যদি একটা মোবাইল তার থাকতো।
সেই বাসনা থেকে সামান্য বেতনের টাকা দিয়ে একদিন দুদিন করে জমিয়ে ৬ হাজার টাকা দিয়ে একটি মোবাইল ক্রয় করেন মোনেম।
সখ মোনেমের বেশিদিন স্থায়ী হলোনা। হারিয়ে যায় তার মুঠোফোনটি। থানা পুলিশের কাছে গেলে তার সখের মোবাইলটি উদ্ধার হবে। এমন ভাবনা নিয়ে বানারীপাড়া থানার ওসি (তদন্ত) জাফর আহম্মেদের কাছে আসেন মোনেম। একমাস পূর্বে হারিয়ে যাওয়া মুঠোফোনটি প্রযুক্তি নির্ভর তদন্ত করে উদ্ধার করেন পুলিশ কর্মকর্তা জাফর আহম্মেদ।
হোটেল বয় মোনেমকে থানায় ডেকে তার মুঠোফোনটি বুঝিয়ে দেন ইন্সেপেক্টর তদন্ত জাফর আহম্মেদ। মোনেম মোবাইলটি হাতে পেয়ে যেন উর্ধ্ব আকাশের চাঁদ হাতে পেয়েছেন অবস্থা। অনেক খুশির মধ্যে মোনেমের এটাই বড় খুশি। তাই পুলিশের কার্যক্রমকে (জাফর আহম্মেদকে) স্যালুট জানিয়েছন মোনেম। এ খবরে জাফর আহম্মেদকে সাধুবাদ জানিয়েছেন বানারীপাড়াবাসী।
Leave a Reply