সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫, ০৭:২৯ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিনিধি॥ ‘এক হাতে বই, অন্য হাতে জুতা নিয়ে স্কুলে শিক্ষার্থীরা’ শিরোনামে ভয়েস অব বরিশাল সংবাদ প্রকাশের পর সেই স্কুলের মাঠ ভরাটের কাজ শুরু করেছেন উপজেলা নির্বাহী অফিসার বশির আহমেদ। মঙ্গলবার সকাল ৮টায় উপজেলা নির্বাহী অফিসার বশির আহমেদ মাঠ ভরাটের কাজের উদ্বোধন করেন। স্থানীয় ইউপি চেয়ারম্যান শাহরিয়ার চৌধুরী দীপক এ সময় উপস্থিত ছিলেন।
এদিকে মাঠ ভরাটের কাজ শুরু হওয়ায় দাসেরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শিক্ষার্থীদের মধ্যে খুশির জোয়ার বয়ে যায়। ওই স্কুলের তৃতীয় শ্রেণির তানবির, রাহিম, চতুর্থ শ্রেণির রাহাত ও পঞ্চম শ্রেণির তানিয়া, রহমান, সাদিয়াসহ অনেকে জানায়, এখন আর জুতা হাতে নিয়ে স্কুলে আসতে হবে না। সাপ ও জোঁকের ভয় নেই। মাঠে খেলতে পারবো। ভেজা কাপড় নিয়ে ক্লাস করতে হবে না।
স্কুলের শিক্ষার্থী ও শিক্ষকরা ভয়েস অব বরিশালসহ প্রতিবেদক আবদুল্লাহ জুয়েল, উপজেলা নির্বাহী অফিসার বশির আহমেদ ও ইউপি চেয়ারম্যান শাহরিয়ার চৌধুরী দীপককে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।দাসেরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক চপলা রাণী দাস জানান, আমি কৃতজ্ঞ ভয়েস অব বরিশালের কাছে। সংবাদটি প্রকাশ করায় স্কুল মাঠের ভরাটের উদ্যোগ নিল প্রশাসন।ভয়েস অব বরিশালের সাফল্য কামনা করেন তিনি। উপজেলা নির্বাহী অফিসার বশির আহমেদ জানান, জেলা প্রশাসকের কাছ থেকে বরাদ্দ পেয়ে দাসেরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ ভরাটের কাজ শুরু করা হয়েছে।
Leave a Reply