সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১১:৫৪ অপরাহ্ন
এইচ, এম হেলাল॥ নগরীতে একটি ভবনের ৪টি সিসি ক্যামেরার সংযোগ কেটে দিয়ে কৌশলে মোটর সাইকেল চুরির ঘটনা ঘটেছে। গত বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে এয়ারপোর্ট থানাধীন বাঘিয়া এলাকার জাবেরপাড় নামক স্থানে এ ঘটনা ঘটে। ঘটনাস্থল পরিদর্শন করেছেন এয়ারপোর্ট থানা পুলিশ। ভবন মালিক নুরুল ইসলাম জানান, গতকাল সকালে সিড়ির গেটে তাকিয়ে দেখেন দুইটি তালা ভাঙ্গা অবস্থা রয়েছে। পরে সিড়ির নিচে রাখা দুইটি মটর সাইকেল না দেখতে পেয়ে তিনি এয়ারপোর্ট থানায় ফোন দিলে ঘটনাস্থল পরিদর্শন করেন এএসআই কামাল।
জানা গেছে, ভবন মালিক নুরুল ইসলাম’র ভাড়াটিয়া আছাদুল¬ার ২ লক্ষ ১০ হাজার টাকা মুল্যের জিকজার মোটর সাইকেলটি নিয়ে গেলেও ডিসকভার গাড়িটি নিয়ে রাস্তার পাশে ফেলে রেখে যায় চোর চক্র। এদিকে সিসি ফুটেজ ভিডিওতে দেখা যায়, রাত তিনটার দিকে চোর চক্র দুই সদস্য মুখে কাপড় বেধে মাথায় ক্যাপ দিয়ে চারটি সিসি ক্যামেরার ক্যাবেল কেটে দেয় এবং ৫টি তালা ভেঙ্গে দুইটি মটর সাইকেল বাসা থেকে বাহিরে নিয়ে যায়। তবে একটি মটর সাইকেল নিয়ে পালিয়ে যায় চোর চক্র। এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদ-বিন-আলম বলেন, ঘটনা শুনেছি, মামলা নেয়া হয়েছে। আসামিদের গ্রেফতার করতে মাঠে একাধীক পুলিশের টিম কাজ করছে।
Leave a Reply