শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ১০:৩৩ অপরাহ্ন
বাকেরগঞ্জ প্রতিনিধি ॥
বাকেরগঞ্জে গাছের ডাব পাড়াকে কেন্দ্র করে মারধরের অভিযোগে দায়ের করা মামলায় সাগর খানকে ৩ বছরের কারাদন্ড দিয়েছেন আদালত। এছাড়া ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে, আরো ৩ মাস কারদন্ডের আদেশ দেয়া হয়েছে।
আজ রোববার অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক শিহাবুল ইসলাম এ রায় ঘোষণা করেন। দন্ডপ্রাপ্ত সাগর উপজেলার দেউলী গ্রামের ফোরকান খানের ছেলে। রায় ঘোষণার সময় সাগর আদালতে উপস্থিত ছিল।আদালত সূত্র জানায়, ২০০৯ সালের ১৩ জুন সাগরসহ কয়েকজন সাহেব আলী খানের নারিকেল গাছ থেকে ডাব পেড়ে খায় এবং ছোলা তার ঘরের চালে ছুড়ে মারে। ঘরে থাকা শিশু পুত্র ভয়ে কেদে উঠলে সাহেব আলী প্রতিবাদ করে। এতে সাগরসহ অন্যান্যরা ক্ষিপ্ত হয়ে তাকে মারধর করে।
সাহেব আলীর ছোট ভাই কদম আলী তাকে বাচাঁতে এগিয়ে এলে তাকেও মারধর করে গুরুতর আহত করা হয়। এঘটনায় ২০ জুন বাকেরগঞ্জ থানায় কদম আলীর স্ত্রী হোসনেয়ারা বেগম মামলা দায়ের করেন। একই বছর ৩১ জুলাই তদন্তকারী কর্মকর্তা এসআই জহুরুল ইসলাম আদালতে চার্জশীট জমা দেন। আদালত ৮ জনের সাক্ষ্য শেষে ৯ বছর পর আজ ওই কারাদন্ডের রায় ঘোষণা করেন।
Leave a Reply