সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৮:৫৫ অপরাহ্ন
বরগুনা প্রতিনিধি॥ বরগুনায় শ্বশুরবাড়ি থেকে শিকলে বাঁধা জামাতাকে উদ্ধার করেছে পুলিশ। সোমবার রাত সাড়ে ১০টার সময় পুলিশ তাকে উদ্ধার করে। এ সময় তাকে বেঁধে রাখার অভিযোগে তার স্ত্রীর ভাই সুমন্দি রহমান সরদার ও শাশুড়ি খাদিজা বেগমকে আটক করেছে।
জামাতার নাম আবুল খায়ের। তিনি পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার ছোট আমতলা গ্রামের আবদুল ওহাব শেখের ছেলে।
বরগুনা সদর থানার উপ-পরিদর্শক ওবায়দুল ইসলাম জানান, সদর উপজেলার বুড়িরচর ইউনিয়নের পশ্চিম বুড়িরচর গ্রামের পনু সরদারের ঘরে শিকলে বাঁধা অবস্থায় আবুল খায়েরকে পাওয়া যায়।
পনু সরদারের মেয়ে মৌসুমি আক্তার কাকলী জানিয়েছে, দুই বছর আগে আবুল খায়েরের (২৬) সাথে তার বিয়ে হয়। তাদের আট মাসের একটি মেয়ে রয়েছে।
শাশুড়ি খাদিজা বেগম বলেন, রোববার সন্ধ্যায় তার জামাতা তাদের বাড়িতে বেড়াতে আসেন। তারপর তাকে পায়ে শিকল বেঁধে তালাবদ্ধ করে রাখা হয়।
সুমন্দি রহমান সরদার বলেন, আবুল খায়ের তার বোনের সাথে বিয়ের পর এখন পর্যন্ত কাবিন করেননি। কাবিনে সই করার জন্য তাকে আটকানো হয়। সই করলেই তাকে ছেড়ে দেয়া হতো।
এ বিষয়ে বরগুনা থানার ওসি তারিকুল ইসলাম বলেন, অভিযোগ পাওয়ার এক ঘণ্টার মধ্যে শিকলবন্দী জামাতাকে উদ্ধার করা হয়েছে। জড়িত থাকার অভিযোগে দু’জনকে আটক করা হয়।
Leave a Reply