শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ০৮:১৭ অপরাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক॥ ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় বাড়িতে একা পেয়ে এক শিশুকে ধর্ষণের অভিযোগে দুই কিশোরকে গ্রেফতার করেছে র্যাব। শুক্রবার বেলা ১১টার দিকে র্যাব-১৪-এর কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়।
এর আগে বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) ভোরে খুলনা সিটি করপোরেশন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ৪ ডিসেম্বর ত্রিশালে ওই শিশুকে বাড়িতে একা পেয়ে ধর্ষণ করে দুই কিশোর। বিষয়টি কাউকে না বলার জন্য বিভিন্ন হুমকি দেয় তারা। ঘটনার পরদিন ভুক্তভোগীর শরীরে প্রচণ্ড জ্বর ও ব্যথা হলে বড় বোনকে ধর্ষণের বিষয়টি জানায়। পরে তিনি ঘটনাটি স্বজনদের জানালে তারা ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
এ ঘটনায় গত ৮ ডিসেম্বর ভুক্তভোগীর বাবা ত্রিশাল থানায় মামলা করেন। পরে খুলনা সিটি করপোরেশনে অভিযান চালিয়ে র্যাব তাদের গ্রেফতার করে। গ্রেফতারের পর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
Leave a Reply