মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪, ১১:২৬ পূর্বাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক॥ মাদারীপুরের কাঁঠালবাড়ি-শিমুলিয়া নৌরুটে পদ্মা সেতুর চ্যানেল মুখে একটি লঞ্চের তলা ফেটে বিকল হয়ে গেছে। শ্রেষ্ঠ-২ নামের লঞ্চটি যাত্রী নিয়ে শিমুলিয়া থেকে কাঁঠালবাড়ি ঘাটে আসছিল।
রোববার রাত সোয়া ৮টার দিকে এ ঘটনা ঘটে। লঞ্চের যাত্রীদের উদ্ধার করতে কাঁঠালবাড়ি ঘাট থেকে অন্য আরেকটি লঞ্চ পাঠানো হয়েছে।
বিআইডব্লিউটিএ’র কাঁঠালবাড়ি লঞ্চ ঘাটের ট্রাফিক ইন্সপেক্টর আক্তার হোসেন বলেন, সন্ধ্যার পর শিমুলিয়া থেকে যাত্রী নিয়ে লঞ্চটি কাঁঠালবাড়ির উদ্দেশে রওনা হয়। পদ্মা সেতুর চ্যানেল মুখে ঢোকার সময় ড্রেজারের পাইপের সঙ্গে ধাক্কা লেগে লঞ্চটির তলা ফেটে যায়। যাত্রীদের উদ্ধার করতে এরইমধ্যে আরেকটি লঞ্চ পাঠানো হয়েছে।
Leave a Reply