মঙ্গলবার, ০৫ ডিসেম্বর ২০২৩, ০৮:৪৬ পূর্বাহ্ন
মেহেন্দিগঞ্জ প্রতিনিধি।। মেহেন্দিগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের ধুলিয়ামধ্যের চর এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নান্নু সিকদার(৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
জানা গেছে, রবিবার দুপুরে নিজ বাড়ির সামনে রেইনট্রি গাছের ডাল কাটতে গিয়ে পাশ দিয়ে বয়ে যাওয়া বিদ্যুতের তারের স্পর্শে লেগে গাছের উপরেই মৃত্যুর কোলে ঢলে পড়েন নান্নু সিকদার ।
খবর পেয়ে ঘটনা স্থলে মেহেন্দিগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওসি (তদন্ত) মমিনুল ইসলাম সহ পুলিশের টিম। অপরদিকে উদ্ধার কাজে মেহেন্দিগঞ্জ ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের ষ্টেশন অফিসার মোঃ আবুল কালাম মোল্লার নেতৃত্বে একটি দল ঘটনাস্থলে পৌঁছে তাকে গাছ থেকে নামিয়ে আনতে সক্ষম হন ফায়ার কর্মী মোঃ ইউসুফ আলী ও লক্ষন কুমার দে। মৃত নান্নু সিকদার পেশায় একজন দিনমজুর ছিলেন। তিনি ৯ সন্তানের জনক বলে জানা গেছে।
Leave a Reply