মঙ্গলবার, ০৮ অক্টোবর ২০২৪, ০২:১১ পূর্বাহ্ন
মোঃ ইব্রাহীম মুন্সী,মেহেন্দিগঞ্জ প্রতিনিধি॥ ‘‘মা’’ ইলিশ রক্ষা ও ঝাটকা নিধন বন্ধে ১৪ই অক্টোবর (বুধবার) থেকে ২২ দিন পর্যন্ত সকল প্রকার মাছ ধরা নিষিদ্ধ করেছে সরকার। তবে জেলেদের জীবিকা নির্বাহের একমাত্র উপায় বন্ধ হয়ে গেলে যাতে তাদের জীবন অনাহারে না কাটে সেই চিন্তা মাথায় রেখে প্রতিবারের মতো এবারও সততার সাথে জেলে কার্ডের চাল বিতরণ করলেন মেহেন্দিগঞ্জ উপজেলার ১০নং আলীমাবাদ ইউনিয়নের চেয়ারম্যান শেখ শহীদুল ইসলাম ও শ্রীপুর ইউনিয়ন চেয়ারম্যান হারুন অর-রশিদ মোল্লা। ১৩ অক্টোবর (মঙ্গলবার) আলীমাবাদ ইউনিয়নের মাঝকাজীরচর খেয়াঘাট বাজারে সকাল ৯টায় স্থানীয় প্রশাসনের উপস্থিতিতে সঠিক পরিমাপ করে ১১৬৭ জন কার্ডধারী জেলেদের মাঝে মাথাপিছু ২০কেজি করে চাল বিতরণের কার্যক্রম শুরু করা হয়।
সরকারি সকল নিয়মনীতি মেনে এবং সামাজিক দূরত্ব বজায় রেখে জেলেদের মধ্যে সু-শৃঙ্খলভাবে এই চাল বিতরণ করা হয়। সুবিদাভোগী জেলেরা অভিযানের একদিন আগে মাথাপিছু ২০কেজি হারে চাল পেয়ে সন্তুষ্টি প্রকাশ করেন। সঠিক এবং স্বচ্ছভাবে চাল বিতরণের লক্ষে এই সময় উপস্থিত ছিলেন টেগ অফিসার উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মোঃ মামুন হোসেন, উপজেলা মৎস্য প্রতিনিধি মোঃ ইউসুফ আলী, ইউপি চেয়ারম্যান শেখ শহীদুল ইসলাম, ইউপি সদস্য সবুজ হাওলাদার সহ সকল ইউপি সদস্যবৃন্দ ও স্থানীয় গন্যামান্য ব্যক্তিবর্গ। অপর দিকে উপজেলার শ্রীপুর ইউনিয়নে একই দিন জেলেদের মাঝে চাল বিতরণ করা হয়েছে। ওই দিন সকাল ১০টায় ওই ইউনিয়নের ১২৫২ জন জেলেদের মাঝে মেহেন্দিগঞ্জে সদ্য যোগদানকৃত মৎস্য কর্মকর্তা ভিক্টর বাইন উপস্থিত থেকে এই চাল বিতরণ করেন। এ সময় টেগ অফিসার সহকারী পল্লী উন্নয়ন অফিসার নুসরাত নওশীন সুবর্না, ইউপি চেয়ারম্যান হারুন অর রশীদ মোল্লা এবং স্থানীয় ইউপি সদস্য সহ গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
Leave a Reply