সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫, ০৮:২৯ অপরাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক॥ নোয়াখালীর বেগমগঞ্জে আপন মামিকে ধর্ষণের কথা স্বীকার করেছে ধর্ষক ও ননদের ছেলে নাজমুল আলম সোহান। বুধবার দুপুরে জেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালতে জবাবন্দি দিয়েছে সে। এ তথ্য নিশ্চিত করেছেন মামলার তদন্তকারী কর্মকর্তা ও বেগমগঞ্জ থানার এসআই এনামুল হক।
তিনি জানান, মামিকে ধর্ষণের কথা স্বীকার করেছে ওই যুবক। ধর্ষণে জন্ম নেয়া শিশুর পিতৃত্ব নিশ্চিত করতে তার ডিএনএ টেস্ট করা প্রয়োজন। এ জন্য আদালতে আবেদন করা হয়েছে। অনুমতি পেলেই ডিএনএ টেস্টের জন্য তাদের ঢাকায় পাঠানো হবে।
ভুক্তভোগী নারী জানান, ২০১৯ সালের ৪ ডিসেম্বর চৌমুহনী পৌরসভায় ননদের বাসায় বেড়াতে যান। ওইদিন তাকে বাসায় একা পেয়ে ধর্ষণ করে ননদের ছেলে সোহান। এতে তিনি অন্তঃসত্ত্বা হয়ে পড়েন। চলতি বছরের অক্টোবরে তার একটি কন্যা সন্তান জন্ম নেয়। এরপর ওই শিশুর পিতৃত্ব দাবি করে তিনি সোহানের বাড়িতে যান। কিন্তু সোহান তার দাবি অস্বীকার করে। পরে বাধ্য হয়ে শিশু সন্তানকে কোলে নিয়েই থানায় হাজির হয়ে মামলা করেন ওই নারী।
বেগমগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) রুহুল আমিন জানান, মঙ্গলবার সকালে ওই নারী এক মাসের সন্তানকে কোলে নিয়ে সোহানকে ওই শিশুর বাবা দাবি করেন। পরে সোহানকে আটক করে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হয়। পরে তার বিরুদ্ধে মামলা করেন ভুক্তভোগী নারী। বুধবার সোহান আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়।
Leave a Reply