রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৯:৫৮ অপরাহ্ন
ভোলা প্রতিনিধি ॥ ভোলার পশ্চিম ইলিশায় সরকারি খাল দখল করে দোকান ঘর নির্মাণ করে ব্যবসায়ী পরিচালনা করায় ৯ জনকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে প্রত্যেককে ৬ মাস করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুর ১২ টার দিকে তাদের ভোলা সদর উপজেলার পশ্চিম ইলিশা ইউনিয়নের বাঘারহাট-পাঙ্গাশিয়া এলাকা থেকে আটক করে দুপুর ১ টায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ভোলা সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোঃ কাওছার হোসেন ভ্রাম্যমান আদলতে এ কারাদন্ড প্রদান করেন।
কারাদন্ড প্রাপ্তরা হলেন, মোঃ মহসিন (৪৫), জাহাঙ্গীর আলম (৪৫), মোঃ সেলিম উদ্দিন (৪০), মোঃ হালিম (৩৫), মোঃ আবু সুফিয়ান (৩০), আলম মাল (৫৫), জাকির হোসেন (৩০), মোঃ রুবেল (২৫), এবং হাদিছ মুন্সি (৩০)। তারা ভোলা সদর উপজেলার পশ্চিম ইলিশা ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের পাঙ্গাশিয়াসহ বিভিন্ন গ্রামের বাসিন্দা।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ভোলা সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোঃ কাওছার হোসেন বলেন, কারাদন্ড প্রাপ্তরা দীর্ঘদিন ধরে সরকারি খাল দখল করে দোকান ঘর নির্মাণ করে ব্যবসা পরিচালান আসছিল।
গত এক মাস আগে তাদের দোকান ঘরে সরিয়ে নেওয়ার জন্য সর্তক করা হলেও তারা মানেনি। পরে আজ তাদের আটক করে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে প্রত্যেককে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। তিনি আরো বলেন, আমাদের অভিযান অব্যাহত রয়েছে।
Leave a Reply