সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫, ০৬:৫৩ পূর্বাহ্ন
অনলাইন ডেস্ক: যশোরের ঝিকরগাছা উপজেলার আলেয়া বেগম নামে এক মহিলা মেম্বারের বিরুদ্ধে বয়স্ক ভাতার টাকা আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে।
আলেয়া বেগম উপজেলার পানিসারা ইউনিয়নের সংরক্ষিত এক নম্বর ওয়ার্ডের মহিলা মেম্বর। এ ঘটনায় ভুক্তভোগীরা মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে অভিযোগ করেছেন।
অভিযোগে জানা যায়, উপজেলার পানিসারা ইউনিয়নের কৃষ্ণচন্দ্রপুর গ্রামের রশীদ আলী ও জুবান আলীর বয়স্ক ভাতার টাকা ব্যাংক থেকে উত্তোলনের পর মহিলা মেম্বার আলেয়া বেগম তাদের কাছ থেকে নিয়ে নেন। পরে মেম্বার আলেয়া তাদের কিছু টাকা ফেরৎ দেয়।
ভুক্তভোগী জুবান আলী জানান, গত ১৭ সেপ্টেম্বর সে ও রশীদ আলী বয়স্ক ভাতার টাকা তুলতে মেম্বার আলেয়ার সঙ্গে ঝিকরগাছার সোনালী ব্যাংকে যান। টাকা তুলে ব্যাংকের নিচে নামলে মেম্বর আলেয়া তাদের ১২ হাজার টাকা নিয়ে নেয়। শেষে তাদের দুই হাজার করে টাকা ফেরৎ দেয়।
এ বিষয় মহিলা মেম্বার আলেয়া বেগম টাকা নেওয়ার ঘটনাটি অস্বীকার করে জানান, কার্ড দুইটিতে তিন মাসের করে টাকা উঠেছে।
পানিসারা ইউনিয়ন চেয়ারম্যান নওশের আলী জানান, তিনি বিষয়টি জানেন না। তবে নিজের টাকা মেম্বারের কাছে দেওয়াটা দোষ।
উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা (সহকারী কমিশনার ভূমি) সাধন কুমার বিশ্বাস জানান, অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
Leave a Reply