বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ০৯:১৬ পূর্বাহ্ন
ঝালকাঠি প্রতিনিধি:ঝালকাঠির কালিজিরা নদী মোহনায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে দুই ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা করে একলাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বালু মহল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১৫ সালের অধ্যাদেশের ১৫ ধারায় এ জরিমানা করা হয়। বুধবার ভ্রাম্যমান আদালত পরিচালনকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. বশির গাজী জরিমানার আদেশ প্রদান করেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, বরিশালের হরিনাফুলিয়া এলাকার বাসিন্দা ড্রেজার মালিক লিটন খান ও রুপাতলী এলাকার ড্রেজার মালিক আল আমিন খানের দুইটি ড্রেজার অবৈধভাবে বালু উত্তোলন করে। ভ্রাম্যমাণ আদালত সেখানে উপস্থিত হয়ে তা দেখতে পায়।
এ সময় দুই ড্রেজার মালিককে একলাখ টাকা জরিমানা করা হয়। তাৎক্ষণিক জরিমানার টাকা পরিশোধ করেন দুই ড্রেজার মালিক। এ ছাড়া ভ্রাম্যমাণ আদালত বুধবার জাতীয় সংসদ বিধিমালা ২০১৮ এর আওতায় ঝালকাঠি শহরতলীর বিভিন্ন স্থানে রাস্তার পাশের প্লেকার্ড, ব্যানার ও ফেস্টুন অপসারণ করে।
Leave a Reply