মঙ্গলবার, ০৬ জানুয়ারী ২০২৬, ০৮:৫৮ অপরাহ্ন
বাবুগঞ্জ প্রতিনিধি ॥ “ কৃষক বাঁচাও- দেশ বাঁচাও,ধান কাটা শ্রমিক নয় কৃষক চান ন্যায্য দাম”। এই প্রতিবাদ্যকে সামনে রেখে ধানের ন্যায্য মূল্য নিশ্চিত করার জন্য ইউনিয়নে ইউনিয়নে সরকারি ক্রয় কেন্দ্র চালু করা এবং খাদ্য গুদামে সরাসরি কৃষকের কাছ থেকে ক্রয়ের নামে অনিয়ম-দুর্নীতি ও সিন্ডিকেট বন্ধের দাবিতে আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ টায় বরিশালের বাবুগঞ্জ উপজেলা চত্বরে এ মানবন্ধন অনুষ্ঠিত হয়।
বক্তারা এসময় মোটা ধান মন প্রতি ১১শত টাকা, চিকন ধান মন প্রতি ১৩ শত টাকা সরকারি ভাবে ক্রয়,
কৃষকদের জন্য দ্রুত শস্যবীমা চালু, পচনশীল কৃষি পণ্যের জন্য সরকারিভাবে হিমাগার তৈরি সহ মধ্যসত্ব ভোগীদের স্বার্থে নয় সরকারি উদ্যেগে কৃষকদের স্বার্থে বাজার ব্যবস্থা গড়ে তুলতে হবে বলে দাবি তুলেন।
প্রতিটি কৃষি পণ্যের লাভজনক মূল্য কৃষকরা যাতে পায় তা সু-নিশ্চিত করা সহ ৪ দফা দাবি আদায়ের লক্ষে উপে
Leave a Reply