বৃহস্পতিবার, ৩০ মার্চ ২০২৩, ১০:৩৮ পূর্বাহ্ন
সুমন খান,বানারীপাড়া প্রতিনিধিঃ
বানারীপাড়ায় উপজেলার ৫নং সলিয়াবাকপুর ইউনিয়নে বানারীপাড়া থানা প্রশাসন আয়োজিত ওপেন হাউজ ডে সভা অনুষ্ঠিত হয়। সলিয়াবাকপুর ইউনিয়ন পরিষদ মিলানায়তনে এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বানারীপাড়া/উজিরপুর সার্কেল এস পি আকরাম হোসেন। সভায় সভাপতিত্ব করেন সলিয়াবাকপুর ইউপি চেয়ারম্যান মোঃ জিয়াউল হক মিন্টু।
বানারীপাড়া থানার এস আই মোঃ হেমায়েত উদ্দিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, বানারীপাড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ খলিলুর রহমান, “আমরা মাদকের বিরোধী শক্তি” বরিশাল জেলা কমিটির সভাপতি, বানারীপাড়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাতা ও সভাপতি বিশিষ্ট্য সাংবাদিক মোঃ আনিছুর রহমান মিলন, সলিয়াবাকপুর সাইদুন্নেচ্ছা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবুল কালাম আজাদ, ইউপি সদস্য মোঃ জাহাংগীর সরদার, যুবলীগ নেতা জাহিদ হোসেন সরদার।
প্রাধান অতিথি তার বক্তব্যে পুলিশ প্রশাসনের সাথে সাথে জনগণকেও জংগীবাদ, সন্ত্রাস, মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধে সাহায্য করার অনুরোধ জানান। তিনি বলেন, আমরা ঐক্যবদ্ধ হয়ে সকল দুর্নীতি এবং অনৈতিক কার্যক্রমের বিরুদ্ধে সোচ্চার থাকলে অচিরেই এদেশকে ১০০% দুর্নীতি, সন্ত্রাস, মাদক, জংগীবাদ এবং বাল্যবিবাহ থেকে মুক্ত করতে পারব ইনশাল্লাহ। সভাপতি তার বক্তব্যে বাল্যবিবাহ প্রতিরোধে তার ইউনিয়নে সফলতা এসেছে এবং মাদক প্রতিরোধেও সে জিরো টলারেন্সের ভূমিকা পালন করেন বলে জানান।
Leave a Reply