শনিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৫, ০৯:৫৯ অপরাহ্ন
মো. সুজন মোল্লা,বানারীপাড়া (বরিশাল) থেকে : বরিশাল-বানারীপাড়া ভায়া স্বরূপকাঠি আঞ্চলিক মহাসড়কে দুর্ঘটনায় নিহত হওয়া বৃদ্ধ মহিলার পরিচয় জানাগেছে। তার নাম ¯েœহলতা ঘরামী (৫৫),বাড়ি বানারীপাড়া উপজেলার গাভা গ্রামে। স্বামী নিবারণ ঘরামী অনেক আগেই মারা গেছেন। তাদের সাংসারিক জীবনে একটি মাত্র কন্যা সন্তান আসে বিচিত্র এ ভুবনে। তার নাম উর্মীলা ঘরামী।
দেশ স্বাধীনের পরে তিনি ভারতে চলে গেছেন। সেই থেকে পিতা-মাতার সাথে তার আর কোন যোগাযোগ নেই বলে জানান,নিহত ¯েœহলতার দেবরের ছেলে নান্টু ঘরামী। তার পর থেকেই স্বামী ও একমাত্র কন্যা সন্তান উর্মীলা ঘরামীকে হারিয়ে ¯েœহলতা বৈচিত্রময় এ পৃথিবীর মায়া মমতা ভুলে ভবঘুরে জীবনে পর্দাপন করেন বলে জানান নান্টু ঘরামী সহ স্থানীয়রা।
প্রসঙ্গত শনিবার (২৮ সেপ্টেম্বর) রাত সাড়ে ৭টার দিকে উপজেলার মলংঙ্গা নামক স্থানে আঞ্চলিক মহাসড়কে আলফা-মাহিন্দ্রা (থ্রি-হুইলার) “বরিশাল মেট্রো থ ১১-০৫৯৭” গাড়ির নিচে পড়ে ওই মহিলা গুরতর আহত হন।
স্থানীয়রা ড্রাইভারসহ গাড়িতে থাকা যাত্রীদের মধ্যে ৫ ও পথচারী ওই মহিলাকে আহত অবস্থায় উদ্ধার করে বানারীপাড়া উপজেলা ৫০ শয্যা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। পরে কর্তব্যরত চিকিৎসক সামস-ই-জাহান সোনিয়া আহতদের মধ্যে থাকা উপজেলার গাভা গ্রামের মৃত নিবারণ ঘরামীর স্ত্রী ¯েœহলতা (৫৫) কে মৃত ঘোষনা করেন।
সড়ক দুর্ঘটনা নিয়ে নাম প্রকাশ না করার শর্তে আলফা-মাহিন্দ্রা (থ্রি-হুইলার) শ্রমিক সংগঠনের এক নেতা জানান,গাড়িটি বরিশাল নতুল্লাবাদ স্ট্যান্ড থেকে যাত্রী নিয়ে বানারীপাড়া উপ-শহরে আসার পথে মলংঙ্গা নামক স্থানে এ দুর্ঘটনা হয়। এতে যে মহিলার মৃত্যু হয়েছে তিনি নাকি সড়কে দাঁড়িয়ে চলন্ত গাড়ির দিকেই এগিয়ে আসতে ছিলেন। ফলে গাড়ির নিচে পড়ে তার মৃত্যু হয়।
তবে সরেজমিনে দুর্ঘটনাস্থলে গিয়ে তার কোন আলামত পাওয়া যায়নি। স্থানীয়রা জানান,মহিলা সড়কের বাম পাশে দাঁড়িয়ে ছিলেন,সে যদি গাড়ির দিকে এগিয়ে আসতেন তাহলে গাড়িটি বাম দিকের ঝোঁপের মধ্যে পড়তো না। তাকে বাঁচাতে গিয়ে ডান দিকেই গাড়ির গতি নিতে হতো চালককে। স্থানীয়দের তথ্যমতে সড়কে বেপরোয়া গতিতে গাড়ি চালানোর ফলেই নিয়ন্ত্রন হারিয়ে ড্রাইভার সড়কে দাঁড়িয়ে থাকা ওই মহিলার গায়ের ওপরে গাড়ি উঠিয়ে দেন।
এদিকে এই সড়কে চলাচলরত আলফা-মাহিন্দ্রা (থ্রি-হুইলার) গাড়ি গুলোর সামনের সিটে (যেখানে ড্রাইভার বসেন) তার দু’পাশে দু’জন যাত্রী নিয়ে গাড়ি চালানোর ফলে সম্পূর্ণ গাড়ির নিয়ন্ত্রন ঠিক রাখতে চলতি অবস্থায় ড্রাইভারদের হিমশিম খেতে হয় বলে মত প্রকাশ করেছেন এ বিষয়ের বিশেষজ্ঞরা। দুর্ঘটনার পরে ঘটনাস্থল পরিদর্শন করে গাড়িটি জব্দ করেছেন বানারীপাড়া থানা পুলিশ। রবিবার (২৯ সেপ্টেম্বর) ¯েœহহলতার লাশ পোষ্ট মর্টেম করার জন্য বরিশাল শেবাচিমের মর্গে পাঠিয়েছেন। নিহত ¯েœহলতার দেবরের ছেলে নান্টু ঘরামী জানান,সৎকারের পরে ভাবা হবে এ বিষয়ে মামলা দায়ের করা হবে কিনা।
Leave a Reply