মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪, ০৯:৪৪ পূর্বাহ্ন
মো. সুজন মোল্লা,বানারীপাড়া॥ আগামী ৩১ অক্টোবর বাংলাদেশ পুলিশ বাহিনীর পুলিশিং-ডে। এ দিনটিকে সামনে রেখে বরিশাল রেঞ্জের বানারীপাড়া থানার বিভিন্ন স্থানে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করছেন অফিসার ইনচার্জ মো. হেলাল উদ্দিন।
বুধবার ২৮ অক্টোবর বেলা ১১টায় পুলিশিং-ডে সামনে রেখে এমনই এক অনুষ্ঠানের আয়োজন করেছে বানারীপাড়া থানা পুলিশ।
ওসি হেলাল উদ্দিনের সভাপতিত্ব পৌরসভার প্রাণকেন্দ্রে অবস্থিত সরকারি ইউনিয়ন ইনস্টিটিউশন বিদ্যাপিঠের মিলনায়তনে প্রতিযোগীতা মূলক সাংস্কৃতিক অনুষ্ঠান ও কবিতা আবৃত্তির অনুষ্ঠিত হয়েছে।
বানারীপাড়া প্রেসক্লাবের সহ-সভাপতিtt কেএম শফিকুল আলম জুয়েলের সঞ্চালনায় এ প্রতিযোগিতায় বানারীপাড়া ডিগ্রী কলেজ,সদর বালিকা মাাধ্যমিক বিদ্যালয়,দক্ষিণ নাজিরপুর মাধ্যমিক বিদ্যালয় ও বন্দর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ গ্রহন করেণ।
অনুষ্ঠানের বিজয়ীরা বরিশাল জেলা পুলিশিং -ডের অনুষ্ঠানে অংশ গ্রহনের সুযোগ পাবেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন থানার উপ-পুলিশ পরিদর্শক মো. ওসমান গণি, মাহফুজ আহম্মেদ,এএসআই অলিউল্লাহ প্রমূখ।
Leave a Reply