বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০৮:১২ পূর্বাহ্ন
থানা প্রতিনিধি॥ বরিশালের বাকেরগঞ্জ উপজেলার চরামদ্দি ইউনিয়নের কাটাদিয়া গ্রামে যৌতুকের দাবি না মেটানোয় এক গৃহবধূকে মারধর করার অভিযোগ পাওয়া গেছে। বর্তমানে গৃহবধূ শারমিন সুলতানা (২৬) বরিশাল সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। অভিযোগ সূত্রে জানা যায়, ২০১৬ সালের ১৮ই জুলাই শারমিনের সাথে একই গ্রামের আহম্মেদ খানের ছেলে অপু খান (৩০) সাথে বিবাহ হয়। র্দীঘদিন তাদের সংসার ভালোই চলছিলো।
বিবাহের দেড় বছর পর তাদের কোলজুড়ে একটি কন্যা সন্তান আসে। বর্তমানে মেয়েটির বয়স দেড় বছর। আহত শারমিন জানান, বিয়ের সময় তার পরিবার অপুকে প্রায় স্বর্ন্যে আন্টি,কানের দুলসহ প্রায় ৪লক্ষ টাকার মালামাল দেয়। বিয়ের ২ বছরের মাথায় অপু বিভিন্ন সময় শারমিনকে তার বাবার বাড়ি থেকে ব্যবসা করে দেয়ার জন্য টাকা দাবি করে । বিয়ের পর থেকেই স্বামী, শ্বশুর, শাশুড়ি তাকে নির্যাতন করত। তিনি মুখ বুজে সব সহ্য করতেন। তিনি আরো জানায়, বিভিন্ন সময় ব্যবসার কথা বলে তার বাবার বাড়ি থেকে প্রায় দেড় লক্ষ টাকা মত এনে দিয়েছে অপুকে।
কিন্তু টাকার প্রতি অপুর লোভ দিন দিন বাড়তে থাকে। বিভিন্ন সময় অপু রাতে বাড়ি না ফিরে অন্য মেয়েদের সাথে রাত্রীযাপন করতো। সেই সুবাদে যৌতুকের জন্য শ্বশুরবাড়ির লোকজন কোলের শিশুকে রেখে অভিযুক্ত অপু খান (৩০) , আহম্মেদ খান (৫০), রিনা বেগম (৪৫), সালমা বেগম (৫৫), নাঈম (৩২), আখিনুর (১৯)সহ একাধীক ব্যক্তি ২১জুন শুক্রবার রাত সাড়ে ৯টার সময় শারমিনকে অমানবিক নির্যাতন চালায়।
পরে আহত শারমিনকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করেন স্থানীয়রা। চিকিৎসক জানান, আহতর মাথায় মাথায় মারাক্তক জখম হয়েছে শরীরে বিভিন্ন স্থানে মারধরের চিহ্ন রয়েছে। এবিষয় আহতর পরিবার জানান, তারা গত কয়েকদিন আগে বরিশাল বিজ্ঞআদালতে একটি যৌতুক দাবি করায় একটি মামলা করেছে। তা ছাড়া নির্যাতনের বিষয়ে মামলা করার প্রস্তুতি চলছে। এদিকে অপু খানের ভাই নাঈমের সাথে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি নির্যাতনের বিষয়টি অস্বিকার করেন।
Leave a Reply