বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ০৬:১১ অপরাহ্ন
থানা প্রতিনিধি।। বরিশালের বাকেরগঞ্জ উপজেলার চরামদ্দি ইউনিয়নের কালিদাশিয়া গ্রামে এক কৃষকের চুল কেটে ন্যাড়া মাথায় গরম আলকাতরা মেখে দেয়ার অভিযোগ উঠেছে বখাটেদের বিরুদ্ধে। বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে এই ঘটনা ঘটে।নির্যাতনের শিকার ইউসুফ আলী (৪০) নামের ওই কৃষক বর্তমানে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। সে ওই এলাকার আলী হাওলাদারের ছেলে।
কৃষক ইউসুফ আলীর স্বজনরা জানিয়েছেন, ক’দিন পূর্বে এলাকার মসজিদের বারান্দা মুসল্লিদের জন্য খুলে রাখার দাবী জানান ইউসুফ। এসময় আলহাজ¦ হোসেন আলী মাস্টার নামক অপর এক মুসল্লি দ্বিমত করেন। এ নিয়ে তাদের দু’জনের মধ্যে বাকবিতন্ডা হয়।
এর জের ধরে হোসেন আলী মাস্টারের ছেলে মাসুদ (৩০) ও দেলোয়ার (২৮) সহ ৭/৮ জন মিলে ১৩ জুন বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে ইউসুফ ও তার ছেলে রাস্তা দিয়ে যাবার পথে তাদের গতিরোধ করে। পরে বখাটেরা ইউসুফের মাথার চুল কেটে ন্যাড়া করে দেয়। পরে তার মাথায় গরম আলকাতরা মাখিয়ে ছেড়ে দেয়।
এসময় কৃষকের ছেলে শাহাবুদ্দিনকেও মারধর করে তারা।এদিকে ঘটনার পরে ভুক্তভোগী কৃষক ইউসুফ আলী স্থানীয় ইউপি চেয়ারম্যানের কাছে বিচার দাবী করেন। কিন্তু তার কাছে বিচার না পেয়ে মামলার প্রস্তুতি নিয়েছেন বলে জানিয়েছেন স্বজনরা।অপরদিকে অভিযোগের কথা অকপটেই স্বীকার করেছেন হোসেন আলী মাস্টারের ছেলে মাসুদ। তিনি বলেন, ইউসুফ নিম্ন শ্রেণির লোক হয়েও বাবাকে গালাগাল দিয়েছে। তাকে বাবার কাছে ক্ষমতা চাইতে বলেছি। ক্ষমতা না চাওয়ায় তারা ওই কাজ করেছেন।
এ প্রসঙ্গে বাকেরগঞ্জ থানার অফিসার ইন-চার্জ (ওসি) আবুল কালাম বলেন, ঘটনাটি শুনেছি। তবে ইতিপূর্বে এ ধরনের কোন অভিযোগ নিয়ে ওই কৃষক বা তার পরিবারের কেউ আমাদের কাছে আসেনি। শনিবার দুপুরে বিষয়টি জানতে পেরে ঘটনার খোঁজ খবর নিয়ে সত্যতা পেয়েছি। এই ঘটনায় মামলা দায়ের করার জন্য ভুক্তভোগী পরিবারকে পরামর্শ দেয়া হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে বলে জানান তিনি।
Leave a Reply