মঙ্গলবার, ০৮ অক্টোবর ২০২৪, ০২:৪৪ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক: বরিশাল সাংবাদিক ফোরাম (বিএসএফ) এর অভিষেক ও পরিবারিক মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বরিশাল নগরীর প্লানেট ওয়ার্ল্ড শিশুপার্ক হল রুমে দিনব্যাপী এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বরিশাল সাংবাদিক ফোরামের সভাপতি দৈনিক সমকাল এর মাইনুল ইসলাম সুমন চৌধুরীর সভাপতিত্বে সাংবাদিক ফোরামের সাধারন সম্পাদক বাংলাভিশনের স্টাফ রিপোর্টার শাহিন হাসানের সঞ্চালনায় অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাত।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. বদরুজ্জামান ভূইয়া, বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার জিহাদুল কবির, অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ সরদার, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রফিকুল ইসলাম, প্রেস ক্লাব সভাপতি কাজি আল মামুন, সাধারণ সম্পাদক এস এম জাকির সহ অন্যানরা।
দুপুরের পর সাংবাদিকদের সন্তান, সহধর্মিনী এবং সাংবাদিকদের অংশগ্রহণের বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। দিনব্যাপী এ অনুষ্ঠানে সাংবাদিক পরিবারের সদস্যরা একে অপরেরর সাথে গল্প আড্ডা দিয়ে সময় কাটান।
পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, র্যাফেল ড্র ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।
Leave a Reply