শুক্রবার, ০৪ জুলাই ২০২৫, ০৪:০০ অপরাহ্ন
পারভেজ,প্রতিনিধি।। করোনাভাইরাসের কারণে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকার সুযোগে বরিশালের সরকারী সৈয়দ হাতেম আলী কলেজের শহীদ আলমগীর হোসেন ছাত্রাবাসের একটি কক্ষে চুরির ঘটনা ঘটেছে। শিক্ষার্থীরা অভিযোগ করেন, বন্ধ অবস্থায় হলের নিরাপত্তায় যথাযথ ব্যবস্থা না নেওয়ায় এ ঘটনা ঘটে।
ছাত্রাবাসের এক শিক্ষার্থী জানান, ৫০৩ নাম্বার রুমের তালা ভেঙে বই-পোশাক এবং ব্যবহার সামগ্রী, চশমা, ঘড়ি ইত্যাদি নিয়ে গিয়েছে চোর। করোনা ভাইরাসের জন্য রুম খালি করতে বলা হয়েছে। আমার সবাই গ্রামের বাড়িতে চলে এসেছি। কলেজ প্রশাসন যদি এ বিষয়ে সচেতন থাকতো এবং নিরাপত্তার বিষয়টি নিয়ে কোনো ব্যবস্থা গ্রহণ করতো তাহলে চুরির ঘটনা ঘটতো না।
এ বিষয়ে বিস্তারিত জানতে চাইলে শহীদ আলমগীর হোসেন ছাত্রাবাসের হোস্টেল সুপার মোঃ হানিফ বলেন,ছাত্রাবাসে চুরির বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।
Leave a Reply