শুক্রবার, ০৪ জুলাই ২০২৫, ০৬:৪১ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক : বরিশাল নগরীর এয়ারপোর্ট থানাধীন ২৮নং ওয়ার্ড দক্ষিন দিয়াপাড়া এলাকায় স্থানীয় সন্ত্রাসী বাহীনি কতৃক অসহায় পরিবারের উপর হামলা ও তাদের বসতঘড় ভাংচুর করে পুকুরে ফেলে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। যার ফলে ঐ পরিবারের স্ত্রী, স্বামী ও শাশুড়ি সহ অন্যান্নরা গুরুতর আহত হন।
হামলার শিকার অসহায় সবুজ হাওলাদারের স্ত্রী এশারুন বেগম জানান, দীর্ঘ দিন যাবৎ সুবাহান হাওলাদারের পরিবার আমাদের জমি অবৈধ্যভাবে দখল করার পায়তারা চালিয়ে আসছিলো।
তারই ধারাবাহিকতায় সুবাহান হাওলাদারের তিন ছেলে মানিক হাওলাদার, আনিছ হাওলাদার, ও হাসান হাওলাদার, দুই মেয়ে তাছলিমা বেগম, ও আকলিমা বেগম, নাতি (মানিক হাওলাদারের ছেলে) রাব্বি, এবং তাছলিমার ছেলে নাইম সহ আরো বেশ কয়েকজন সন্ত্রাসী বাহীনি গত সোমবার (৮জুন) আমাদের বসতঘড়ে এবং আমাদের উপর হামলা চালায়।
একপর্যায়ে সন্ত্রাসীরা আমাকে এবং আমার স্বামী সবুজ হাওলাদারের উপর দেশীয় অস্র দিয়ে কোপ দিয়ে আমাদের ঘড় বাড়ি ভেঙ্গে পুকুরে ফেলে দেয়।
যার ফলে আমাকে চিকিৎসার জন্য শেরেই বাংলা হাসপাতালে ভর্তী হতে হয়েছে। পরবর্তিতে গত শুক্রবার দিন আমার শাশুড়ি শেফালী বেগমের উপর এবং তার বাড়িতেও হামলা চালায় সন্ত্রাসীরা।
এসময় তার(শাশুড়ি শেফালী বেগমের) ঘড় ভেঙ্গে পাশ্ববর্তী পুকুরে ফেলে দেওয়া হয় বলে জানান এশারুন বেগম। অসহায় এশারুন বেগমের পরিবারের দাবী দ্রুত জেন এই সন্ত্রাসীদের বিরুদ্বে প্রশাসন যথাযথ ব্যাবস্থা গ্রহন করেন।
Leave a Reply