শুক্রবার, ০৪ জুলাই ২০২৫, ১০:৩৫ অপরাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক।। প্রাণঘাতী করোনাকালীন বরিশাল নগরীতে ইজিবাইকের টোকেন ভাড়া, ঋণের কিস্তি মওকুফ, সড়ক সংস্কার ও পুনরায় লকডাউনের পূর্বে সাধারণ মানুষ এবং শ্রমিকদের খাদ্যের ব্যবস্থা, অ্যাম্বুলেন্স, নমুনা সংগ্রহের বুথ কক্ষ নিশ্চিত করার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে ইজিবাইকচালক সংগ্রাম পরিষদ।
সংগঠনটির জেলা কমিটির উদ্যোগে বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে নগরীর সদর রোডে অশ্বিনী কুমার টাউন হলের সামনে এ কর্মসূচি পালিত হয়।
মহানগর ইজিবাইকচালক সমিতির সহ-সভাপতি জসিম হাওলাদারের সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচিতে একাত্মতা প্রকাশ করে বক্তব্য রাখেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) বরিশাল জেলা শাখার আহ্বায়ক ইঞ্জিনিয়ার ইমরান হাবীব রুমন, সদস্য সচিব ডা. মনীষা চক্রবর্তী, শ্রমিক ফ্রন্ট বরিশাল জেলা শাখার সভাপতি শহিদুল হক, শ্রমিক ফ্রন্ট সংগঠক শহিদুল ইসলাম ও নূরে আলম প্রমুখ।
Leave a Reply