সোমবার, ২০ জানুয়ারী ২০২৫, ০৯:৪০ পূর্বাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক॥ বরিশালে শাহজাদা মোল্লা নামে এক ছাত্রদল কর্মীকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে জেলা ছাত্রদলের কয়েকজন নেতার বিরুদ্ধে।
বৃহস্পতিবার রাতে নগরীর কলেজ এভিনিউ এলাকায় এ ঘটনা ঘটে। শাহজাদা মোল্লা মহানগর ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটির সহসভাপতি পদপ্রত্যাশী।
বরিশাল মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির বলেন, রাতে কলেজ এভিনিউ এলাকায় নিজের বাড়ির পাশের একটি দোকানে বসে চা খাচ্ছিলেন শাহজাদা। এ সময় তার ওপর হামলা চালান জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক কামরুল আহসান, সরকারি বরিশাল কলেজ ছাত্রদলের আহ্বায়ক রফিকুল ইসলাম টিপু ও মো. কাদের। পরে গুরুতর অবস্থায় শাহজাদাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
বৃহস্পতিবার দুপুরে বরিশাল জিলা স্কুল মাঠে অনুষ্ঠিত বিএনপির সমাবেশে সংঘর্ষের জেরে এ হামলা হয়েছে বলে ধারণা মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক হুমায়ুন কবিরের।
Leave a Reply