মঙ্গলবার, ০৮ অক্টোবর ২০২৪, ০২:৩২ পূর্বাহ্ন
মুলাদী প্রতিনিধিঃ বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলাদল বরিশাল উত্তর জেলা শাখার নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান আজ শুক্রবার বেলা ১১টায় কীর্তনখোলা মিলনায়তনে বরিশাল উত্তর জেলা মহিলা দলের সভাপতি চৌধুরী শরীফা নাসরিনের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক এ্যাড. মোসাঃ লিপি নাসরিনের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বরিশাল উত্তর জেলা বিএনপির সদস্য সচিব মিজানুর রহমান মুকুল।
বিশেষ অতিথি ছিলেন, বরিশাল মহানগর মহিলা দলের সভাপতি ফারহানা তিথি, সাধারন সম্পাদক পাপিয়া আজাদ, দক্ষিন জেলা মহিলাদল সভাপতি ফাতেমা রহমান, সাধারন সম্পাদক রেশমা রহমান। অভিষেক অনুষ্ঠানে বক্তারা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি, অবরুদ্ধ গনতন্ত্র উত্তরণ ও তারুন্যের অহংকার তারেক রহমানের নেতৃত্বের মাধ্যমে দেশে ভোটের স্বাধীনতা নিশ্চিত করতে সকলকে সহযোগীতার আহবান জানান।
Leave a Reply