বৃহস্পতিবার, ৩০ মার্চ ২০২৩, ১০:৩৭ পূর্বাহ্ন
গৌরনদী প্রতিনিধি:
“বাল্যবিবাহ রুখতে হলে-আওয়াজ তোলো তালে তালে” শ্লোগানকে সামনে রেখে জেলার গৌরনদী উপজেলার চাঁদশী বাজারে জেন্ডার ভিত্তিক সহিংসতা প্রতিরোধ, বাল্যবিয়ে বন্ধ ও অধিকার বিষয়ক আলোচনা সভা ও পথনাটক ‘অঙ্গীকার’ মঞ্চস্থ করা হয়েছে।
বুধবার বিকেলে জাতীয় কন্যাশিশু অধিকার ফোরাম এবং স্বেচ্ছাসেবী এনজিও এইড এর আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিআরডিবির সাবেক চেয়ারম্যান জহুরুল ইসলাম জহির।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন এইড এর পরিচালক প্রেমানন্দ ঘরামী, বীর মুক্তিযোদ্ধা আবদুল মজিদ সরদার, শিক্ষক এসএম লিটন, দি হাঙ্গার প্রজেক্টের সমন্বয়ক সাইফুল ইসলাম প্রমুখ। ওইদিন রাতে বাল্যবিয়ে বন্ধে সচেতনতামূলক পথনাটক অঙ্গীকার মঞ্চস্থ করা করা হয়েছে।
Leave a Reply