মঙ্গলবার, ০৮ অক্টোবর ২০২৪, ০৩:২৫ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক: বরিশালের ফরেস্টার বাড়ির পোল এলাকায় ডাক বিভাগের মেইল প্রসেসিং সেন্টার অফিসের অভ্যন্তরে বুধবার বেলা বারোটার দিকে একটি হ্যান্ড সাউন্ড গ্রেনেড উদ্ধার করা হয়েছে। এ নিয়ে দ্বিতীয়বারের মতো একই জায়গা থেকে গ্রেনেড উদ্ধার করা হলো। এর আগে গত ৯ সেপ্টেম্বর সোমবার একই স্থানে একটি হ্যান্ড সাউন্ড গ্রেনেড পাওয়া গিয়েছিলো, যা নগরীতে ব্যাপক আতঙ্ক সৃষ্টি করেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মেইল প্রসেসিং সেন্টার অফিসের পরিছন্নতাকর্মী জনি হেলা সকালে অফিসের ঘাস ও লতাপাতা পরিস্কার করার সময় পরিত্যক্ত অবস্থায় গ্রেনেডটি দেখতে পান। তিনি সাথে সাথে বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানিয়ে দেন এবং তারা জরুরী সেবা ৯৯৯ নম্বরে ফোন করে খবর দেন। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে গ্রেনেডটি উদ্ধার করেন।
স্থানীয়রা জানিয়েছেন, গত ৪ আগস্ট ফরেস্টার বাড়ির পোল এলাকায় ছাত্র-জনতার সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। ওই সময় আন্দোলনকারীরা ডাক বিভাগের পোস্টাল কলোনীতে প্রবেশ করে এবং পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে। পুলিশও টিয়ারগ্যাস নিক্ষেপ করে প্রতিক্রিয়া জানায়। ধারণা করা হচ্ছে, ওই সংঘর্ষের সময় হ্যান্ড সাউন্ড গ্রেনেডটি ডাক বিভাগের মেইল প্রসেসিং সেন্টারের ভিতরে পড়ে থাকে।
বরিশাল মেট্রোপলিটন পুলিশের সহকারী পুলিশ কমিশনার নাফিছুর রহমান জানিয়েছেন, সেনাবাহিনীর গ্রেনেড ডিসপোজাল টিম এসে গ্রেনেডটি উদ্ধার করেছে। এর আগে উদ্ধারকৃত একটি গ্রেনেড নিস্ক্রিয় করা হয়েছে। এছাড়া, ওই এলাকায় আরও গ্রেনেড থাকলে সেগুলোর খোঁজ নেওয়া হচ্ছে। হ্যান্ড গ্রেনেডগুলি কাদের পক্ষ থেকে রাখা হয়েছিল তাও খুঁজে বের করার জন্য তদন্ত চলছে বলে জানান তিনি।
এদিকে টিয়ারসেল হ্যান্ড গ্রেনেড পাওয়ার ঘটনায় কোতোয়ালি থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে।
Leave a Reply