বরিশালে প্রথম সেনাবাহিনীর কর্মকর্তা হলেন শেবামেক পরিচালক Latest Update News of Bangladesh

শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪, ০৯:২১ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
বিসিএসসহ সব সরকারি চাকরির আবেদন ফি কমল, প্রজ্ঞাপন জারি খালেদা জিয়া-তারেক রহমানকে আমন্ত্রণ জানালেন রাষ্ট্রপতি অলরাউন্ডার র‌্যাঙ্কিংয়ে মিরাজের উত্থান, উঠে এলেন দুই-এ স্বেচ্ছায় সরে গেলে সাধারণ ক্ষমা, নইলে ভুয়া মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে ব্যবস্থা’: উপদেষ্টা ফারুক-ই-আজম সাইবার যুদ্ধের মাধ্যমে বিএনপির সংগ্রাম অব্যাহত রাখার আহ্বান ফখরুলের অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ প্রমাণে তৎপর বর্তমান দলগুলো: নাহিদ ইসলাম বরিশালে ‘গণঅভ্যুত্থান পরবর্তী সাংবাদিকতা: সংস্কার ও সম্ভাবনা’ শীর্ষক মতবিনিময় সাহস থাকলে দেশে আসুন, শেখ হাসিনাকে মাসুদ সাঈদীর চ্যালেঞ্জ জাতিসংঘ মানবাধিকার পরিষদের ভাইস প্রেসিডেন্ট হলো বাংলাদেশ প্রবাসীর বিরুদ্ধে স্ত্রীর অন্তরঙ্গ ছবি ভাইরালের অভিযোগ




বরিশালে প্রথম সেনাবাহিনীর কর্মকর্তা হলেন শেবামেক পরিচালক

বরিশালে প্রথম সেনাবাহিনীর কর্মকর্তা হলেন শেবামেক পরিচালক




নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ (শেবামেক) হাসপাতালের পরিচালক পদে নতুনভাবে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর (সেনাবাহিনী) কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে। ৭ অক্টোবর, ২০২৪ তারিখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেশন-১ অধিশাখার সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ মামুন শিবলী স্বাক্ষরিত একটি প্রজ্ঞাপনে এ বিষয়ে জানানো হয়। নতুন পরিচালক হিসেবে সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম মশিউল মুনীরের নিয়োগ নিশ্চিত করা হয়েছে।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে যে, ব্রিগেডিয়ার জেনারেল মশিউল মুনীরকে স্বাস্থ্যসেবা বিভাগে বদলির মাধ্যমে শেবামেক হাসপাতালের পরিচালক পদে নিয়োগ দেওয়া হয়েছে। এটি জনস্বার্থে জারি করা এক আদেশ এবং তা অবিলম্বে কার্যকর করা হবে বলে প্রজ্ঞাপনে জানানো হয়।

বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল দীর্ঘদিন ধরে নানা সমস্যায় জর্জরিত ছিল। এখানে দুর্নীতি, ঠিকাদারি সিন্ডিকেট, জনবল সংকটসহ নানা ভোগান্তি ছিল। বিশেষত জুলাই মাসে অভ্যুত্থানের পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে যুক্ত চিকিৎসক ও শিক্ষার্থীরা শেবামেক হাসপাতালের পরিচালনায় সেনাবাহিনীর কর্মকর্তাকে নিয়োগ দেওয়ার দাবি জানিয়েছিলেন। তাদের দাবির মধ্যে ছিল হাসপাতালের চিকিৎসা সেবার মান উন্নয়ন, চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ।

তাদের আশা, সেনাবাহিনীর অভিজ্ঞতা ও প্রশাসনিক দক্ষতা হাসপাতালের ব্যবস্থাপনায় আনা হলে রোগীদের সেবা বৃদ্ধি পাবে এবং দক্ষিণাঞ্চলের মানুষের আস্থা ফিরিয়ে আনা সম্ভব হবে। এ পদে সেনাবাহিনীর কর্মকর্তা নিয়োগের মাধ্যমে হাসপাতালের শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং অন্যান্য সমস্যার সমাধান হবে, এমন প্রত্যাশা করা হচ্ছে।

এদিকে, বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের বর্তমান পরিচালক পদে সেনাবাহিনীর কর্মকর্তার নিয়োগ ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে। ব্রিগেডিয়ার জেনারেল মশিউল মুনীর হচ্ছেন প্রথম সেনা কর্মকর্তা, যিনি এই পদে নিয়োগ পাচ্ছেন। তবে, শেবামেক হাসপাতালের অনেক শিক্ষার্থী সেনাবাহিনীর বিভিন্ন পদে কর্মরত রয়েছেন।

এই পদক্ষেপ দক্ষিণাঞ্চলের হাসপাতাল ব্যবস্থাপনায় নতুন দিশা এনে দিতে পারে বলে ধারণা করা হচ্ছে, এবং এতে হাসপাতালের মানোন্নয়ন, রোগীদের সেবা, এবং চিকিৎসকদের নিরাপত্তা নিয়ে নতুন আশার সঞ্চার হতে পারে।।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD