মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫, ১০:১০ পূর্বাহ্ন
এম.কে. রানা, বরিশাল ॥ “মুজিব বর্ষের অঙ্গীকার পুলিশ হবে জনতার” এ শ্লোগানকে সামনে রেখে বরিশালে পালিত হয়েছে পুলিশ মেমোরিয়াল ডে-২০২১। আজ সোমবার সকাল ১০টায় বরিশাল পুলিশ লাইন্সএ নিহত পুলিশ সদস্যদের স্মৃতিম্ভতে পুস্পার্ঘ্য অর্পন করেন বরিশাল রেঞ্জ ডিআইজি শফিকুল ইসলাম বিপিএম-বার, পিপিএম ও বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ শাহাবুদ্দিন খান (বিপিএম-বার)।
পরে জেলা পুলিশ লাইন ড্রিল সেডে বরিশাল জেলা পুলিশ সুপার মো: মারুফ হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভা ও সন্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বরিশাল রেঞ্জ ডিআইজি শফিকুল ইসলাম, বিশেষ অতিথির বক্তব্য রাখেন বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার শাহাবুদ্দিন খান।
২০১৩ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত কর্তব্যরত অবস্থায় বরিশাল জেলা ও মেট্রোর নিহত ৩৭ জন পুলিশ পরিবারের সদস্যদের সন্মাননা স্মারক ও উপহার সামগ্রী বিতরণ করেন অতিথিবৃন্দ। অনুষ্ঠানে বরিশাল জেলা ও মেট্রোপলিটন পুলিশের সকল কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
Leave a Reply