বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ০১:১০ অপরাহ্ন
থানা প্রতিনিধি॥ বরিশালের হিজলা উপজেলায় ইটভাটার জন্য নদী থেকে মাটি কাটার অভিযোগে ২৫ শ্রমিককে আটক করেছে নৌপুলিশ। রোববার দুপুরে উপজেলার বড়াজালিয়ে ইউনিয়নের দুর্গাপুর এলাকার মাঝেরচরে এ ঘটনা ঘটে।
আটককৃতরা প্রায় সবাই সাতক্ষীরা জেলার বাসিন্দা। তারা ফরিদ ব্যাপারীর এলবিএফ ব্রিকসের লেবার। আটককৃতদের উপজেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হবে বলে নৌপুলিশ জানায়।
নৌপুলিশের ওসি বেল্লাল হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দুর্গাপুর এলাকার মাঝেরচর থেকে ২৫ জনকে আটক করা হয়েছে। তাদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাজা প্রদান করা হবে বলে তিনি জানান।
Leave a Reply