শনিবার, ০২ ডিসেম্বর ২০২৩, ০৮:২২ পূর্বাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক॥ সারাদেশের বিভিন্ন স্থানে ধর্ষণের প্রতিবাদ ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে বরিশালে বিক্ষোভ ও সমাবেশ করেছে ওলামা মাশায়েখ পরিষদ বরিশাল মহানগর শাখা।
শুক্রবার জুমার নামাজের পর নগরীর পোর্ট রোড মসজিদ থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে বরিশাল সিটি কর্পোরেশনের নগর ভবনের সামনে এসে বিক্ষোভ মিছিলটি শেষ হয়।
পরে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ইউসুফ গাজী। বক্তব্য রাখেন, সাংগঠনিক সম্পাদক আবু তালহা প্রমূখ। এসময় বক্তারা বলেন, সারাদেশে ধর্ষণ মহামারি আকার ধারণ করেছে। ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানিয়েছেন তারা।
Leave a Reply