সোমবার, ০৯ সেপ্টেম্বর ২০২৪, ১০:৩৭ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক॥ বরিশাল নগরীর চহতপুর ইসকান্দার শরিফ সরকারী প্রাথমিক বিদ্যালয় পঞ্চম শ্রেনির এক ছাত্রকে পিটিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে। ওই স্কুলের সহকারী শিক্ষিক্ষা পপি আক্তারের বিরুদ্ধে এ অভিযোগ করেন ভুক্তভোগী অভিভাবক। বুধবার (১৯ জুলাই ) সকালে এ ঘটনা ঘটে।
আহত ছাত্রের বাবা আল আমিন শরিফ জানান, শিক্ষিক্ষা পপি আক্তার তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে লাঠি দিয়ে পিটিয়ে আমার ছেলেকে আহত করে। তিনি জানান , আমার ছেলে কিছু দিন যাবত অসুস্থ ,তাছাড়া খুব অল্প দিনের মধ্যেই ওর অপরাশেন করাতে হবে। এর মধ্যে আমার ছেলেকে পেটানোর ফলে অবস্থা আরো খারাপের দিকে যাচ্ছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার কাছে জানতে চাইলে তিনি বলেন, বিষয়টি দুঃখজনক। উপজেলা শিক্ষা মোঃ অফিসার আমার কাছে লিখিত জবাব চেয়েছেন। দুইদিন বিদ্যালয়ে বন্ধ থাকায় জবাব দিতে পারিনি তবে শীঘ্রই লিখিত জবাব দিবো।
Leave a Reply