বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ১২:৪৬ পূর্বাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক॥ আজ বৃহস্পতিবার (৪ মার্চ) দুপুরে বরিশালের বিক্ষুব্ধ ছাত্র-জনতার ব্যানারে নগরীর অশ্বিনী কুমার হল সংলগ্ন সদর রোডে এই কর্মসূচি পালিত হয়।
সমাবেশে বক্তারা বলেন, দেশের স্বার্থে ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল করতে হবে। এই আইনের কারণে দেশের সাংবাদিক-লেখকরা তাদের স্বাধীন মত প্রকাশ করতে পারছেন না। কিছুদিন আগে এই আইনে দায়ের হওয়া মামলায় কারাবন্দি হয়ে লেখক মুশতাক আহমেদ মৃত্যুবরণ করেছেন।
বক্তারা অভিযোগ করে বলেন, দেশে ধর্ষণ-দুর্নীতি করলে জামিন হয় অথচ মুশতাক আহমেদ বারবার আবেদন করেও মুক্তি পাননি। এ সময় বক্তারা এটিকে হত্যার সামিল বলেও উল্লেখ করেন। তাই আগামী ২৬ মার্চের আগে এই কালো আইন বাতিল করার দাবি জানিয়েছেন তারা। নয়তো ছাত্র-জনতা ঐক্যবদ্ধ হয়ে কঠোর আন্দোলনে নামবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়।
একই সময় বক্তারা ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের হওয়া মামলায় কারাবন্দি ৭ ছাত্রনেতা, শ্রমিক নেতা রুহুল আমিনসহ সকলের মুক্তির দাবি জানান। পাশাপাশি কার্টুনিস্ট কিশোরের বিরুদ্ধে দায়ের হওয়া মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছে বরিশালের বিক্ষুব্ধ ছাত্র-জনতা।
ছাত্র ইউনিয়নের বরিশাল জেলা কমিটির সহ-সভাপতি কিশোর কুমার বালার সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন জেলা গণ সংহতি আন্দোলনের আহ্বায়ক দেওয়ান আব্দুর রসিদ নিলু।
এছাড়া অন্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন বরিশাল গণফোরামের সভাপতি হিরন কুমার দাস মিঠু, সম্মিলিত সামাজিক আন্দোলনের সদস্য সচিব কাজী এনায়েত হোসেন শিবলু, বরিশাল ট্রেড ইউনিয়নের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এ কে আজাদ, বরিশাল জেলা ওয়ার্কার্স পার্টির সদস্য মোজাম্মেল হক ফিরোজ, মহানগর ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ মুন্না প্রমুখ।
Leave a Reply