বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪, ০৯:৩১ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক: বরিশালে শিক্ষার্থীদের চেকপোস্টে তল্লাশি করে এক যুবকের ব্যাগে ছুরি পাওয়ায় ডাকাত সন্দেহে গণপিটুনি দিয়েছে ছাত্র-জনতা। এতে ওই যুবক গুরুতর আহত হলে শিক্ষার্থীরা তাকে শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মঙ্গলবার দুপুরে নগরীর চৌমাথা এলাকায় এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করে কোতয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ জানিয়েছেন, ঘটনাটি তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। নিহত রাজিব বেতাগী উপজেলার ৩ নং হোসনাবাদ ইউনিয়নের ৭নং ওয়ার্ডে কামারাবাদ গ্রামের ইউনুস আলী আকনের ছেলে এবং পেশায় একজন টিউবয়েল শ্রমিক।
স্থানীয়রা জানান, নগরীর চৌমাথা এলাকায় শিক্ষার্থীদের চেক পোস্টে এক শ্রমিককে তল্লাশি করে তার ব্যাগে ছুরি পাওয়ায় স্থানীয় জনতা ও ছাত্ররা তাকে গণপিটুনি দেয়। এ সময় শিক্ষার্থীরা গুরুতর আহত অবস্থায় তাকে আটক করে কোতয়ালী মডেল থানায় নিয়ে গেলে পুলিশ চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন। পরে শিক্ষার্থীরা আহত অবস্থায় রাজিব আকনকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বরিশাল মেট্রোপলিটন কোতয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান বলেন, নগরীর চৌমাথা এলাকায় শিক্ষার্থীদের চেকপোস্টে তল্লাশির সময় তার ব্যাগে ছুরি পাওয়ায় যায়। এ সময় ডাকাত সন্দেহে তাকে শিক্ষার্থী ও স্থানীয়রা গনপিটুনি দিলে তার মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন শিক্ষার্থীরা। নিহেেতর মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। ঘটনাটি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Leave a Reply