মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪, ০৬:০৫ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক: বরিশালে পুলিশী সতর্কতায় কালো পতাকা মিছিল করতে পারেনি বিএনপি। সংসদ বাতিল ও নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচনের দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার (৩০ জানুয়ারি) সকাল ১১ টায় দলীয় কার্যালয় থেকে বরিশাল মহানগর বিএনপির উদ্যোগে এই কালো পতাকা মিছিল বের করার কথা ছিল।
এদিকে সকাল থেকে নগরীর সদর রোডে জেলা ও মহানগর বিএনপির কার্যালয় সংলগ্ন এলাকায় ছিল পুলিশের কঠোর অবস্থান।
পুলিশের অতিরিক্ত উপ কমিশনার ফজলুল করিম জানিয়েছেন, যেকোনো ধরনের বিশৃঙ্খলা প্রতিরোধে আমরা প্রস্তুত রয়েছি।
এখন পর্যন্ত জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে আটক করা হয়েছে বলেও জানান তিনি।
Leave a Reply