সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০১:৪৬ পূর্বাহ্ন
আমতলী প্রতিনিধি॥ পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়া ত্রি-ফসলি জমিতে অবৈধভাবে গড়ে তোলা বরগুনার আমতলী উপজেলার পাঁচটি ড্রাম চিমনি ইটভাটি গুড়িয়ে দিয়েছেন পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট রোজিনা আক্তার। বুধবার দিনভর এ ইটভাটিগুলিতে অভিযান চালিয়ে গুড়িয়ে দেয়া হয়।
জানাগেছে, বরগুনার আমতলী উপজেলায় নয়টি ড্রাম চিমনি ইটভাটি রয়েছে। এ সকল ইটভাটিগুলো জেলা প্রশাসকের ছাড় পত্র, কৃষি অফিসের প্রত্যায়ন ও পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়াই ত্রি-ফসলি জমিতে অবৈধ ভাবে গড়ে তোলা হয়। পরিবেশ অধিদপ্তর ও প্রশাসনের নজর এড়িয়ে গত ১০ বছর ধরে এ ইটভাটি গুলো চালিয়ে আসছেন ইটভাটির মালিকরা।
বুধবার ওই নয়টি ইটভাটির মধ্যে এমএমবি, ফাইভ স্টার, এমএসবি, মৃধা ব্রিকস ও জোবায়দা ব্রিকস নামের পাঁচটি ড্রাম চিমনি ইটভাটিতে পরিবেশ অধিদপ্তর সদর দপ্তর ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট রোজিনা আক্তারের নেতৃত্বে পটুয়াখালী র্যাব-৮’র সহায়তায় ইটভাটিতে অভিযান চালায়।
অভিযান চালিয়ে পরিবেশ অধিদপ্তরসহ কোন বৈধ কাগজপত্র না থাকায় স্কেভেটার (ভেকু) দিয়ে পাঁচটি ইটভাটির ড্রাম চিমনি , ক্লিন, জাম স্টাইক কাঁচা ইট (রোদে শোকানো) ও পট গুড়িয়ে দিয়েছেন।
অভিযান চলাকালে উপস্থিত ছিলেন বরিশাল পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ কামরুজ্জামান সরকার, র্যাব-৮’র সহকারী পরিচালক মোঃ রবিউল ইসলাম ও পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ তোতা মিয়া।
বরিশাল পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ কামরুজ্জামান সরকার বলেন, আমতলী উপজেলায় অবৈধভাবে গড়ে উঠা পাঁচটি ইটভাটি সম্পূর্ন গুড়িয়ে দেয়া হয়েছে। পর্যায় ক্রমে অবশিষ্ট অবৈধভাবে গড়ে তোলা সকল ইটভাটি গুড়িয়ে দেয়া হবে।
Leave a Reply