সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫, ০৫:৪৬ অপরাহ্ন
অনলাইন ডেস্ক: সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত ও পানিবন্দি পরিবারের পাশে দাঁড়িয়েছেন ছাত্রলীগের সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী। তার অর্থায়নে ৫০০শতাধিক পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেছে উপজেলা ছাত্রলীগ।সোমবার (১৫জুলাই) সকাল ৯টা থেকে বিকাল ৫টায় পর্যন্ত তাহিরপুর উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীরা।
এসময় উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের রামজীবনপুর,সাহেবনগর,পন্ডুপ,মারালা গ্রামসহ বিভিন্ন গ্রামের বন্যায় পানি বন্দী ও ক্ষতিগ্রস্থ ৫০০শতাধিক পরিবারের মাঝে চাল,ডাল,চিড়া,মুড়ি,গুড়,খাবার স্যালাইন ও জরুরি ওষুধ বিতরণ করা হয়।
বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন, উদিমান উপজেলা ছাত্রলীগ নেতা ধীমান চন্দ,মবিন‚র শার্হ,মোনায়ম শরীফ,রোমান আহমেদ তুষা,আহমাদুল হাসান,মনিরাজ শার্হ,আবিকুল,আসমাইল,বাঁধন,পুলক,তপু দেবনাথ প্রমুখ।
উদিমান উপজেলা ছাত্রলীগ নেতা ধীমান চন্দ জানান, কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারন সম্পাদক গোলাম রাব্বানী ভাই তাহিরপুরের অসহায় পানিবন্ধি ও বন্যায় ক্ষতিগ্রস্তদের খবর শুনে তাদের পাশে দাড়াঁনোর জন্য আমাদের নির্দেশ দেন। সেই অনুযায়ী আমিসহ আমার সকল বন্ধু ও ছাত্রলীগকর্মীরা সকাল থেকে বিকাল পর্যন্ত অসহায় মানুষগুলোর পাশে দাড়াঁবার চেষ্টা করেছি। ক্ষতিগ্রস্ত ও পানি বন্ধি সবাই ত্রাণ পেয়ে অনেক খুশি হয়েছেন এবং ভাইয়ের জন্য দোয়া করেছেন। আশাকরি ভাই আগামীতেও এভাবেই সব সময় অসহায় মানুষের পাশে থাকবেন।
Leave a Reply