শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৯:৪৩ অপরাহ্ন
গৌরনদী প্রতিনিধি।। বরিশালের গৌরনদী উপজেলায় মুজিব বর্ষের অঙ্গীকার,পুলিশ হবে জনতার শ্লোগানে “পুলিশের সাথে কাজ করি,মাদক-জঙ্গী-সন্ত্রাসমুক্ত দেশ গড়ি। গৌরনদী উপজেলার সরিকল ইউনিয়ন কমিউনিটি পুলিশিং এর উদ্যোগে। সরিকল পুলিশ তদন্ত কেন্দ্রের আয়োজনে ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। গতকাল শুক্রবার রাত ৮টায় সরিকল বাজার সংলগ্ন ব্যাডমিন্টন মাঠে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে অংশগ্রহণ করে ফরিদপুর ভাই কিংস বনাম এস.এম সংঘ মাদারীপুর। ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সরিকল পুলিশ তদন্ত কেন্দ্র ইনচার্জ মোঃ অলিউল ইসালাম।
প্রধান অতিথি হিসেবে ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার গৌরনদী সার্কেল আব্দুর রব হাওলাদার, বিশেষ অতিথি ছিলেন গৌরনদী মডেল থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) মাহাবুবুর রহমান, আগরপুর পুলিশ তদন্ত কেন্দ্র ইনচার্জ মানবেন্দ্র বালো, গৌরনদী মডেল থানার পুলিশ উপ পরিদর্শক মিজানুর রহমান, উপ পরিদর্শক আবদুল হক, সরিকল পাইলট ইউনিয়ন চেয়ারম্যান ফারুক হোসেন মোল্ল, ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তি যোদ্ধা মেজবাহ উদ্দিন আকন, সাধারন সম্পাদক বীর মুক্তি যোদ্ধা জাহাঙ্গীর হোসেন মোল্লা,
উপজেলা আওয়ামী লীগে নেতা নাজিমুদ্দিন টিপু, ইউনিয়ন যুবলীগ সভাপতি জানে আলম, গৌরনদী রিপোর্টার্স ইউনিটি যুগ্ম সাধারণ সম্পাদক শামীম মীর। এসময়ে উপস্থিত ছিলেন টুর্নামেন্ট পরিচালনা কমিটি মজিবুর হাসান টিটু, সিরাজুল ইসলাম বাদশা, মাসুম মৃধা, জসিম উদ্দিন দুররানী, কাজী সাইফুল ইসলাম তমাল, মতিউর রহমান নয়ন, মাসুম বিল্লাহ প্রমূখ।
অনুষ্ঠানে উপস্থাপনায় ছিলেন মজিবুল হক টিটু, কাজী সাইফুল ইসলাম তমাল। অনুষ্ঠান শেষে বিজয়ী ফরিদপুর ভাই কিংসের হাতে পুরস্কার তুলে দেন।
Leave a Reply