সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫, ০১:৪৭ অপরাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক।। যশোরের কেশবপুর উপজেলার সাতাশকাটি গ্রামে আবু সাঈদ (৪৫) নামে এক ব্যবসায়ীকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। গত মঙ্গলবার রাতে সাতাশকাটি গ্রামের একটি পুকুর পাড় থেকে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
নিহত আবু সাঈদ কেশবপুর উপজেলার মঙ্গলকোট ইউনিয়নের কন্দর্পপুর গ্রামের ইজহার আলী সরদারের ছেলে।
পুলিশ জানায়, পাঁজিয়া ইউনিয়নের সাতাশকাটি গ্রামের নির্জন পুকুরপাড়ে এক ব্যক্তির মরদেহ পড়ে আছে বলে স্থানীয়রা জানায়। এরপর সেখান থেকে ওই মরদেহটি উদ্ধার করা হয়। স্থানীয়দের তথ্য মতে, নিহত সাঈদ সরদার পুরনো ব্যাটারির ব্যবসায়ী ছিলেন।
কেশবপুর থানার ওসি জসীম উদ্দীন জানান, কারা ওই ব্যবসায়ীকে হত্যা করেছে তা তদন্তে পুলিশ মাঠে রয়েছে। তার লাশ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে পাঠানোর পর বুধবার ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। আর এই ঘটনায় থানায় একটি মামলা হয়েছে।
Leave a Reply