বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪, ০৯:৩০ পূর্বাহ্ন
পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুর জেলার ৭ টি থানা ৩টি তদন্ত কেন্দ্র ও ১টি পুলিশ ফাঁড়িতে পুরোপুরি কার্যক্রম চালু হয়েছে। আজ সোমবার সকালে শহরের সিও অফিস মোড়ে ট্রাফিক বিভাগের কার্যক্রম শুরু করে এবং পাশাপাশি ৭টি থানা ৩টি তদন্ত কেন্দ্র ১টি পুলিশ ফাঁড়ি ও পুলিশ লাইনস এ সকল কার্যক্রম শুরু করেছে জেলা পুলিশ বলে জানান পুলিশ সুপার মুহাম্মদ শরীফুল ইসলাম (পিপিএম)।
পুলিশ সুপার সকালে শহরের সিও অফিস মোড়ে দায়িত্বরত শিক্ষার্থী ও স্বেচ্ছাসেবকদের ফুল দিয়ে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে ট্রাফিক পুলিশদের দায়িত্ব বুঝিয়ে দেন।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার শেখ মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম এন্ড অপস মো: মুকিত হাসান খাঁন।
পিরোজপুরের পুলিশ সুপার মো: শরিফুল ইসলাম (পিপিএম) জানিয়েছেন, পিরোজপুর জেলার ৭ টি থানা ৩টি তদন্ত কেন্দ্র ও ১টি পুলিশ ফাঁড়িতে পুরোপুরি কার্যক্রম শুরু করেছে পুলিশ। এতদিন শিক্ষার্থী, বিএনসিসি’র সদস্যরা পিরোজপুর শহর ও বিভিন্ন উপজেলায় ট্রাফিক নিয়ন্ত্রনের কাজ করেছে তাদেরকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।
Leave a Reply