সোমবার, ২০ জানুয়ারী ২০২৫, ০৭:৫১ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক।। বরিশালে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে দুই দিন ব্যাপি ‘পরিবেশ উৎসব ও মেলা’ শুরু হয়েছে। সম্মিলিত পরিবেশ দিবস উদযাপন পর্ষদ নগরীর সদর রোডস্থ অশ্বিনী কুমার হলে উৎসবের আয়োজন করেছে।মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় পরিবেশ উৎসব ও মেলা সহ দু’দিন ব্যাপি অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে শুভ উদ্বোধন করেন বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র’র সহধর্মীনি লিপি আবদুল্লাহ।
উন্নয়ন সংগঠক শুভংকর চক্রবর্তী’র সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন সচেতন নাগরিক সমাজ (সনাক) এর জেলা সভাপতি প্রফেসর (অব.) শাহ সাজেদা, বরিশাল মানবাধিকার জোটের সভাপতি ডা. সৈয়দ হাবিবুর রহমান, শিশু সংগঠক জীবন কৃষ্ণ দে, সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের সভাপতি কাজল ঘোষ, উন্নয়ন সংগঠক আনোয়ার জাহিদ, কাজী জাহাঙ্গীর, পরিবেশবীদ শুভ চন্দ্র বিপ্রা বেদান্তি, রফিকুল আলম প্রমুখ।
আলোচনা অনুষ্ঠানের পূর্বে প্রধান অতিথি লিপি আবদুল্লাহ সহ অন্যান্য অতিথিবৃন্দ বেলুন-ফেস্টুন উড়িয়ে দু’দিন ব্যাপী পরিবেশ উৎসব ও মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
দু’দিন ব্যাপি অশ্বিনী কুমার টাউন হলের মেলায় বিভিন্ন উন্নয়ন সংস্থার ১০টি স্টল অংশগ্রহন করেছে। অনুষ্ঠানের প্রধান দিন দ্বিতীয় পর্বে সন্ধ্যায় অনুষ্ঠিত হবে সনদ বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান।এছাড়া দ্বিতীয় দিন বুধবার বিকালে পরিবেশ রক্ষার দাবীতে অশ্বিনী কুমার হল চত্ত্বরে মানববন্ধন ও জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান কর্মসূচি রয়েছে।
Leave a Reply