বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫, ০৮:২০ অপরাহ্ন
এইচ.এম হেলাল : বরিশাল জিলা স্কুলের ঐতিহ্যবাহী পরেশ সাগর মাঠ অবশেষে দীর্ঘ ২০ বছর পর অবৈধ দখলমুক্ত হয়েছে। বৃহস্পতিবার (৩ জুলাই) সকাল থেকে জেলা প্রশাসনের হস্তক্ষেপ, স্কুলের শিক্ষক-শিক্ষার্থীদের সক্রিয় উদ্যোগ এবং বরিশাল সিটি করপোরেশনের সহায়তায় এ উচ্ছেদ অভিযান পরিচালিত হয়।
জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হাসিবুল হাসান জানান, বিদ্যালয়ের সীমানার মধ্যে থাকা পরেশ সাগর মাঠটি দুই দশক ধরে অবৈধভাবে বিভিন্ন দখলদারের নিয়ন্ত্রণে ছিল। বহু আবেদন-নিবেদনের পর অবশেষে ঐতিহ্যবাহী এই শিক্ষা প্রতিষ্ঠানের জমি পুনরুদ্ধার করা সম্ভব হয়েছে। মাঠটি পুনর্দখলের আনন্দে মুখরিত হয়ে ওঠে বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীরা। দীর্ঘ প্রতীক্ষার পর নিজেদের মাঠ ফিরে পেয়ে তারা উচ্ছ্বাস প্রকাশ করেন।
অভিযান শেষে জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, পরেশ সাগর মাঠ উন্নয়নের কাজ ইতোমধ্যে শুরু হয়েছে। মাঠটি ভরাট করা হচ্ছে এবং পরবর্তীতে একাধিক প্রকল্পের মাধ্যমে সৌন্দর্যবর্ধন, ওয়াকওয়ে ও অন্যান্য অবকাঠামো নির্মাণ করা হবে।
দুপুরে অভিযান কার্যক্রম পরিদর্শন করেন বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক ও বিভাগীয় কমিশনার মো. রায়হান কাওছার এবং বরিশাল জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন। তারা দখলদারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা দেন এবং জানান, পর্যায়ক্রমে বরিশাল শহরের অন্যান্য অবৈধ দখল ও অননুমোদিত স্থাপনাও উচ্ছেদ করা হবে।
বরিশাল জিলা স্কুল এশিয়ার অন্যতম প্রাচীন শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে দীর্ঘনদি ধরে দক্ষিণাঞ্চলের শ্রেষ্ঠ বিদ্যাপীঠ হিসেবে পরিচিত। ১৮২৯ সালে ‘বরিশাল ইংলিশ স্কুল’ নামে যাত্রা শুরু করে, ১৮৫৩ সালে ব্রিটিশ সরকার এর দায়িত্ব গ্রহণের পর এটি ‘বরিশাল জিলা স্কুল’ হিসেবে পরিচিতি পায়। আয়তনের দিক থেকেও এটি বাংলাদেশের অন্যতম বৃহৎ মাধ্যমিক বিদ্যালয়।
এই অভিযান জিলা স্কুলের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে থাকবে, যেখানে শিক্ষা প্রতিষ্ঠানটির আত্মমর্যাদা ও ঐতিহ্য পুনঃপ্রতিষ্ঠার পথে এক বড় পদক্ষেপ নেওয়া হলো।
Leave a Reply