সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫, ০৫:৫৭ অপরাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক॥ লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার মদাতী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদেরকে কিল-ঘুষি দিয়ে নাক ফাটিয়ে দিয়েছেন নেছার উদ্দিন (৪৫) নামে এক চায়ের দোকানদার। বুধবার দুপুরে ওই ইউনিয়ন পরিষদে একটি সালিশ চলাকালীন সময় এ ঘটনা ঘটে।
হামলাকারী চায়ের দোকানদার নেছার উদ্দিন ওই ইউনিয়নের বাবুডাঙ্গা এলাকার ছকমাল হোসেনের ছেলে। পুলিশ হামলাকারী নেছার উদ্দিনকে গ্রেপ্তার করেছে।
কালীগঞ্জ থানার ওসি আরজু মোঃ সাজ্জাদ হোসেন জানান, ইউপি চেয়ারম্যান আব্দুল কাদের চায়ের দোকানদার নেছার উদ্দিনের জমি সংক্রান্ত একটি সালিশ করে দেন কয়েক দিন আগে। বুধবার অপর একটি সালিশ চালাকালীন সময় কথা কাটাকাটির এক পর্যায়ে নেছার উদ্দিন চেয়ারম্যান আব্দুল কাদেরকে কিল-ঘুষি মারেন। এতে চেয়ারম্যান আব্দুল কাদেরের নাক ফেটে রক্ত বের হয়।
চেয়ারম্যানের নাক ফাটালেন চায়ের দোকানি
খবর পেয়ে ইউএনও রবিউল হাসানসহ পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন। চেয়ারম্যানকে উদ্ধার করে কালীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় হামলাকারী নেছার উদ্দিনকে গ্রেপ্তার করা হয়েছে।
Leave a Reply