মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫, ০১:২৭ অপরাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক॥ বরিশালের চরমোনাইয়ে মাহফিল শেষে বাড়ি ফেরার সময় কীর্তনখোলা নদীতে একটি ট্রলার ডুবে গেছে। তবে এতে কেউ হতাহত বা নিখোঁজ হয়নি। শনিবার দুপুরে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, চরমোনাইয়ে মাহফিলের আখেরি মোনাজাত শেষে একটি ট্রলারে করে কয়েকজন মানুষ বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়।
অতিরিক্ত যাত্রীর কারণে ট্রলারে ধীরে ধীরে পানি উঠতে শুরু করে। এক পর্যায়ে সেটি ডুবে যায়। এরপর আশপাশের ট্রলারগুলো তাদের উদ্ধার করে।
কোতয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. আসাদুজ্জামান জানান, কীর্তনখোলা নদীতে ট্রলার ডুবিতে কোনো হতাহত কিংবা নিখোঁজের খবর পাওয়া যায়নি।
Leave a Reply