বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ১০:৪১ পূর্বাহ্ন
গৌরনদী প্রতিনিধি॥ বরিশাল-ঢাকা মহাসড়কের গৌরনদী উপজেলার বাটাজোর কবিবাড়ি ব্রিজ নামক স্থানে কাভার্ড ভ্যান ও ট্রলি মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই ট্রলি চালক আজিজুল সরদার (২২) নিহত হয়েছেন।
অপর তিনজন গুরুতর আহত হয়েছে। গুরুতর আহতদের বরিশাল শেরে-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত আজিজুল উজিরপুর উপজেলার পশ্চিম বামরাইল গ্রামের সিরাজুল ইসলামের পুত্র।
গৌরনদী হাইওয়ে থানার সার্জেন্ট মোঃ মাহবুব ইসলাম জানান, শনিবার বেলা দশটার দিকে বরিশাল-ঢাকা মহাসড়কের বাটাজোর কবি বাড়ির সামনে বরিশালগামী কাভার্ডভ্যান (ঢাকা মেট্রো ট-১৫-৪৫৩৯) একটি মোটর সাইকেলের আরোহীদের বাচাতে গিয়ে সামনে থেকে নম্বরবিহীন ট্রলি সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে কাভার্ড ভ্যান ও ট্রলির সম্মুখ ভাগ দুমড়ে মুচরে যায়।
ঘটনাস্থলেই ট্রলির চালক আজিজুল সরদার নিহত ও ট্রলির হেলপার রবিউল ফকির ও মোটরসাইকেলের আরোহী টিপু ফরাজী (৪৫) ও তার সহদোর জিসান ফরাজী (১১) গুরুতর আহত হয়। হাইওয়ে পুলিশ দূঘর্টনা কবলিত কাভার্ড ভ্যান ও ট্রলি আটক করেছে। কাভার্ড ভ্যানের চালক পলাতক রয়েছে।
Leave a Reply