রবিবার, ১২ জানুয়ারী ২০২৫, ০৭:০৩ পূর্বাহ্ন
অনলাইন ডেস্ক: গাজীপুরের কাশিমপুর নয়াপাড়া এলাকায় মাল্টিফ্যাবস লিমিটেড নামে একটি পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার (৩ মে) সকাল ৮টার দিকে এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করে জয়দেবপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. জাকির হোসেন জানান, গাজীপুর সিটি করপোরেশনের কাশিমপুর নয়াপাড়া এলাকায় মাল্টিফ্যাবস নামে একটি পোশাক কারখানার জেনারেটর কক্ষ থেকে আগুন লাগে। পরে খবর পেয়ে কাশিমপুর ডিবিএল ফায়ার সার্ভিসের একটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নেভায়।
এদিকে জয়দেবপুর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছালে তাদের কাজ করতে হয়নি। আগুনে ওই কারখানার জেনারেটর মেশিন পুড়ে গেছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি।
Leave a Reply