শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ১০:৩৭ অপরাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক॥ চেন্নাই সুপার কিংসকে হারিয়ে ৩৭ রানে জয় পেয়েছে কোহলির দল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। প্রথমে ব্যাট করে কোহলির ঝড়ো ব্যাটিংয়ে ৪ উইকেটে ১৬৯ রান তোলে ব্যাঙ্গালোর। তার জবাবে ব্যাট করতে নেমে ৮ উইকেট হারিয়ে ১৩২ রানে থেমে যায় চেন্নাইয়ের ইনিংস।
শনিবার টস জিতে শুরুটা ভালো করতে পারেনি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। ১৩ রানেই অ্যারন ফিঞ্চের উইকেট হারায় তারা। দ্বিতীয় উইকেটে পাদিক্কাল এবং ভিরাট কোহলি তোলেন ৫৩ রান। কেউ তেমন ভালো না করলেও ভিরাট কোহলি একাই করেন ৫২ বলে ৯০ রান।
চেন্নাই সুপার কিংস জবাব দিতে নেমে শুরুটা ভালো করতে পরেনি। অতি দ্রুতই আউট হন ফাফ ড্র প্লেসি ও শেন ওয়াটসন। রাইডু ও জাগাদিসান প্রতিরোধ গড়লেও, তা এগুয়োনি বেশিদুর। রাইডু ৪২ আর জাগাদিসানের ৩৩ রান ছাড়া কেউই তেমন রান করতে পারেননি। শেষের দিকে অন্যরা আশা অনুযায়ী প্রতিদান না দিতে পারায় ১৪২ রানে থামে চেন্নাইয়ের ইনিংস। ফলে ৩৭ রানের সহজ জয় পেল ব্যাঙ্গালোর।
Leave a Reply