শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪, ০৩:১০ পূর্বাহ্ন
কলাপাড়া প্রতিনিধি: পটুয়াখালীর কুয়াকাটায় অস্বাস্থকর পরিবেশে খাবার তৈরী, হোটেলের বর্জ ও ময়লার পানি সমুদ্রে ফেলার অপরাধে বৈশাখী রেস্তোরা ও গাজী রেস্তোরা নামক দু’টি খাবার হোটেলকে দেড় লাখ টাকা করে মোট তিন লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। শুক্রবার বিকেলে কলাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কৌশিক আহম্মেদ এ জরিমানা আদায় করেন।
জানাগেছে, কুয়াকাটা সমুদ্র সৈকত লাগোয়া খাবার হোটেল দু’টি হোটেলের বর্জ এবং ময়লা পানি পাইপ দিয়ে সমুদ্রে ফেলে আসছিলো। স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিসেট্রট কৌশিক আহম্মেদ বলেন, অস্বাস্থ্যকর পরিবেশে থাবার তৈরী,সরবরাহ এবং হোটেলের বর্জ ও ময়ংলা পানি সমুদ্রে ফেলে পরিবেশ দুষণ করছিলো। প্রাথমিকভাবে সতর্ক করার জন্য এ জরিমানা করা হয়েছে। নিরাপদ ও স্বাস্থ্য সম্মত খাবার নিশ্চিত করতে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
Leave a Reply