সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫, ০১:৩১ অপরাহ্ন
মাসুদ রানা, স্টাফ রিপোর্টার: রাজধানীর খিলক্ষেত এলাকায় ট্রেনে কাটা পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত যুবকের নাম ইমরান হোসেন (২৬)। শনিবার (৬ জুলাই) সকাল ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।বিমানবন্দর রেলস্টেশন পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) দেলোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, প্রত্যক্ষদর্শীদের বর্ণনায় খিলক্ষেত ফ্লাইওভারের নিচে রেললাইন দিয়ে হেঁটে যাচ্ছিলেন ইমরান। এ সময় ঢাকা থেকে বিমানবন্দর রেল স্টেশনের দিকে যাওয়া একটি ট্রেনে কাটা পড়েন তিনি। দেহ ক্ষতবিক্ষত হওয়ায় ঘটনাস্থলেই তিনি মারা যান।
নিহত ইমরানের বাড়ি ঢাকা জেলার নবাবগঞ্জে। তার বাবার নাম মোহাম্মদ আলী। তার সাথে থাকা জাতীয় পরিচয়পত্র দেখে এ নাম-ঠিকানা জানা গেছে।এএসআই দেলোয়ার আরও জানান, সে (ইমরান) কাজের সন্ধানে ঢাকায় এসেছিল বলে তার পরিবার জানিয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
Leave a Reply